Thursday, September 05, 2024

ভালোবাসার ছন্দ কালেকশন ২০২৪

ভালোবাসার ছন্দ কালেকশন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা প্রিয় মানুষটির কাছে ভালোবাসা প্রকাশ করার জন্য অনেক সময় ছন্দ, এসএমএস পাঠাতে হয় আর এভাবে প্রিয় মানুষটিকে হাসি-খুশি রাখা সম্ভব হয়ে থাকে।


valobasar chondo


শেষ বিকেলের মেয়েযাকে ভালবাসো তাকে
শুধু মনথেকে ভালবেসে যাও খুববেশি প্রকাশ
করারদরকার নেই যদি তারভালবাসা খাঁটিহয় তোমার না বলাকথা
এমনিতেইবুঝতে পারবে ।তাকে কখনো এটা ভাবতেদিও
না তাকে ছাড়া তোমারতাকে কখনো এটা ভাবতেদিও না
তাকে ছাড়া তোমারজীবন অর্থহীন।তাহলে সে
তোমাকে কষ্টদিতে দ্বিধা করবেনা ,,তাই কিছুটা অনুভূতি
তারপ্রতিনিজের ভিতর লুকিয়ে রেখ.

তুমি কী রাগ করেছো আসলে কি জান যখন
তোমাকে দেখতে মন চায় তখন তোমাকে না দেখে
ভালো লাগে না তাই তোমাকে ছবি দিতে বলেছি

একটি গোলাপ তুমি.....তোমায় নিয়ে
অনেকগুলোস্বপ্ন দেখি আমি..........আমার কাছের বন্ধু
তুমি অনেক বেশি দামি,.তাইতো তোমায় অনেক অনেক
ভালবাসি আমি.......


আমি হাসতে জানি, কাঁদতে জানি তোকে বুকের
মাঝে বাঁধতে জানি, চলতে পারি ,বলতে পারি তোর ভালবাসায়
ভুলতে পারি। পাশে তুই থাকতে পারিস দূরে দূরে রাখতে
পারিস, তাই বলে কি ভালবাসা তিলে তিলে গলতে দেখিস ?
ছুঁয়ে ছুঁয়ে কাছে আসা দুইয়ে দুইয়ে ভালবাসা, এভাবে
আর ওভাবে হোক তোকে ঘিরেই স্বপ্ন আশা
ছেলে, মেয়ে গুলো ভালবেসে বড় স্বার্থপর হয়ে
যায়। নিজেরজিনিসের এক ফোঁটাওকাউকে দিতে চায় না।

যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে
বের করবোই যতই পর ভাবো আমায় , আমি তোমাকে
আপন করে নেবো যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন
এভাবে তোমায় ভালবেসে যাবো যতই পাষাণ হোক
তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল
ফুটাবোই।

এই তোমাকে একটা কথা বলব,শুনবে কি?কাউকে
বলবেনাতো?কসম করে বল!কাছে আস আরো কাছে
আসো! কানে কানে বলছি শুনো"আই লাভ ইউ"

ণীর্জন সাগরের তিরে দারিয়ে আমি একা। শুন্ন এই
মন নিয়ে সুধু তুমার অপেক্ষা। জিবন পথে চলতে গিয়ে
আঘাত পেলাম কত। সপ্নেরা সব হারিয়ে গেল সার্থপরের
মত।

ভালোবাসি তোমায় ,এই কথাটা বুজতে পারিনি তোমায়
কখনো,,তবু তোমাকে ভালোবেসে যায়, আমি
এখনো||., এখন তুমি হয়তো অনেক সুখে আছো,,দুঃখ
তুমাকে হয়তো এখনো স্পর্শ করেছি,, তবে মনে
রেখ,, আমি সুদু তুমার কষ্টটার ভাগিদার হতে চাই| এখনো
মাঝ রাতে গুম বেঙ্গে যায়, নিজের অজান্তে দু চোখ
দিয়ে নদী বয়ে যায়||

যত পার বন্দু তুমি কষ্ট দাও আমায়। আমি বন্দু কিছু বলবনা
তুমায়। শত কষ্টের পরে আমি ভালবাসতে চাই তুমায়। তুমি
বন্দু ভুলবুজনা আমায়। আমি বন্দু ভিষন ভালবাসি তুমায়। আই
লাভে ইউ


হঠাৎ এসে ছিলে চোখের পলকে, হারিয়ে
গেলে এক ঝলকে। তবু তুমি ছিলে চোখের কনে।
হৃদয়ে রেখেছি যতন করে। ভালোবাসি তোমাকে
প্রেম যে কেন এসে ছিল হৃদয় জুড়ে।

যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভরকরে গড়ে
ওঠে তাহলে সেই বিশেষ কিছু হারিয়ে গেলে ভালবাসাও
হারিয়ে যায়!! কিন্তু যে ভালোবাসা কোন কিছুর উপর
নির্ভর করেনা সেটাই চিরজীবনের জন্য থেকে যায়
এটাকেই হয়ত বলে "স্বার্থহীন ভালবাসা"

ভালোবাসা তার জন্য যে ভালোবাসতে জানে .. মন
তাকে দেওয়া যায়, যে অনুভব করতে জানে !.. বিশ্বাস
তাকে কর, যে রাখতে জানে .. আর ভালোবাস তাকে,
যে ভালোবাসা দিতে জানে....

ভালোবাসা মানে তুমি কতবার ‘'তোমাকে ভালোবাসি'’
বলতে পারো তা নয়..., ভালোবাসা হলো তুমি কতবার
‘'
তোমাকি ভালোবাসি'’ কথাটি প্রমান করতে পারো সেটা

ভালোবাসা কী ভুল? নাকি রংঙ্গীন গোলাপ ফুল।
ভালোবাসা কী সুখ?নাকী বেদনা ভরা দুখ। ভালোবাসা কী
হাসি? নাকী গোলার ফাসি। তবু মন বলে তোমায়
ভালোবাসি।

যদি কখন আমি হারিয়ে যাই দূর তারার দেশে, তুমি
কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...? যদি
কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ, তুমি কী তখন
জ্বালাবে আলোর দ্বীপ...? যদি কখন আমি হারিয়ে যাই দূর
দিগন্তে, তখনও কী আমি থাকবো তোমার মনের
সীমান্তে...?

কতটা ভালোবাসি তোমাকে সে তো আমি
নিজেও জানিনা... শুধু জানি আমার এই প্রেম-ভালোবাসা মানে
না আকাশের সীমানা... চোখ মেলে দেখি আমি , চোখ
বুজে তাকাই সব খানে,তুমি আছো অনুভবে পাই.... আমার
এই প্রেম নিয়ে জগতের কারো সাথে হয়না তুলনা... কত
ভালোবাসতে জানি সে তো আমি নিজেও জানিনা...

নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা
লোভী, যতপুজা পায় এরা, তত চায় আরো ইহাদের অতি
লোভী মন, এক জনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী
নয়, যাচে বহু জন

নারী নাহি হতে চায় শুধু একা কারো, এরা দেবী, এরা
লোভী, যতপুজা পায় এরা, তত চায় আরো ইহাদের অতি
লোভী মন, এক জনে তৃপ্ত নয়, এক পেয়ে সুখী
নয়, যাচে বহু জন

অপেক্ষা হলো শুদ্ধতম ভালবাসা তার একটি চিহ্ন
সবাই ভালবাসী বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে
সেই ভালবাসা প্রমাণ করতে পারে না

হাতে হাত ,কানের কাছে মুখটি এনে বলে , এসো
না কাছে ,দুজন ভিজি আজ বৃষ্টির জলে

ফ্রেমে বন্দি কোনো ক্যামেরায়, গ্রীষ্মের
পড়ন্ত বিকেল তুমি. অথবা বর্ষার আকাশে মেঘের
আলোনে,লুকিয়ে থাকা রোদ তুমি। তোমার মৃদু
কালো চোখের ভাষা,মাতাল করা হাসি আর ভেজা চুলে,
গোলাপী ঠোঁটের বেলকনিতে,রংতুলিতে আঁকা
আমার অবসর বিকেল। সব তুলনার ঊর্ধ্বে তুমি,আজ
তোমার স্পর্শ রোদে, খোজি তোমায় সপ্ন
গানে,আজ তোমার অপেক্ষাতে

তুমি কষ্ট দাও বলে আমি নীরবে সয়ে যাই,কারন
আমি জানি আমার এই নীরবতার জন্য একদিন তুমি আমায়
খুঁজবে,বুঝবে সেদিন আমি তোমার কত আপনজন ছিলাম

তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ
নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই।
জানাতে চাই- তোমায় আমি হৃদয়ে রয়েছ তুমি। তোমায়
নিয়ে সারাক্ষণ, স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু
তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানতে চাই- আমি
তোমার কাছে তোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না
কেন?

চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া
জর না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে
চেয়েছিলাম আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে
গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।

প্রেমের স্বার্থকতা মিলনে বিরহ- বিচ্ছেদহীনা
মিলন, ততটা মধুময় নহে, বিরহ-বিচ্ছেদে পর মিলন, যতটা
মধুময় হবে

মন দেখে ভালবাসো, ধন দেখে নয়"" ""গুন
দেখে প্রেম কর, রুপ দেখে নয়"" ""রাতের বেলায়
সপ্ন দেখ, দিনের বেলায় নয়"" ""একজনকে ভালবাস, দশ
জনকে নয়""

আমি এখনও সেই পথে বসে আছি যে পথে তুমি
চলেগেছো. আমি এই পথে বসে থাকবো যতোদিন
না তুমি ফিরে আসো.

ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর
স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা
কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি
মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা? ভালবাসা
কি? ভালবাসা কাকে বলে

কিছু কথা কিছু পরিচয়, ক্ষনিকের হয়। কিছু ব্যাথা কিছু
সৃষ্টি, ভূলার নয়। কিছু মানুষ কিছু বন্ধু চিরদিনের হয়।আই মিছ
ইউ

মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো,,
হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো.. স্বপ্ন
গুলো দিলাম তাতে আরও দিলাম আশা,, মনের মতো
সাজিয়ে নিও আমার ভালবাসা...

যদি কখন আমি হারিয়ে যাই দূর তারার দেশে,তুমি
কী তখনও খুজবে আমায় হাত বাড়িয়ে ভালবেসে...?যদি
কোন দিন নিভে যায় আমার আশার প্রদীপ,তুমি কী তখন
জ্বালাবে আলোর দ্বীপ...?যদি কখন আমি হারিয়ে যাই দূর
দিগন্তে,তখনও কী আমি থাকবো তোমার মনের
সীমান্তে...?

একটা বাঁকা চাঁদ,আধো ঘুম ঘুম রাত।কিন্তু নির্ঘুম
পলখক্ষতি কী? বলো ক্ষতি কী??

ভোরের মিষ্টি রোদের আলোয় মিছ কল দিয়,
কান্ত দুপুরে মনে পরলে এসএমএস কর, গভীর নিঝুম
রাতে যদি ভয় লাগে তবে ফোন কর ভূতের গল্প শুনাব
কেমন।

তুমি সেই স্বপ্নপরী যাকে নিয়ে স্বপ্ন দেখি।
তুমি সেই অনুভুতি যাকে আমার মন অনুভব করে। তুমি সেই
প্রেমিকা যার ভালবাসার ছন্দ প্রেমিক আমি।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে,
তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে, তোমার
জন্য মনে আমার অফুরন্ত আশা। সারা জীবন পেতে চাই
তোমার ভালবাসা।

"মনে পড়ে তোমাকে যখন থাকি নিরবে" "ভাবি শুধু
তোমাকে সবসময় অনুভবে" "স্বপ্নে দেখি
তোমাকে চোখের প্রতি পলকে" "আপন ভাবি
তোমাকে আমার প্রতি নিশ্বাসে বিশ্বাসে॥

যদি ভালবাসাকে মৌচাক ধরি, তাহলে বিশ্বাস হল মৌমাছি।
কেননা উভয়ের বিশ্বাসের মাধ্যমেই ভালবাসার অমৃতমধু
পাওয়া যায়।

তুমি কি জান পাখি কেন ডাকে? “তোমার ঘুম ভাংবে
বলে। তুমি কি জান ফুল কেন ফুটে? “তুমি দেখবে
বলে। তুমি কি জান আকাশ কেন কাদে? “তোমার মন খারাপ
বলে। তুমি কি জান তোমাকে সবাই পছন্দ করে কেন?
তুমি খুব ভাল বলে। তুমি কি জান তুমি এত ভালো কেন? “তুমি
আমারবন্দুবলে।

ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর
স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা
কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি
মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা? ভালবাসা
কি? ভালবাসা কাকে বলে?


দূর নিলিমায় রয়েছি তোমার পাশে ।খুঁজে দেখ
আমায় পাবে হৃদয়ের কাছে শুনাব না কোন গল্প,গাইব শুধু
গান যে গানে খুঁজে পাবে ভালবাসার টান

1 comment: