Wednesday, September 04, 2024

বাংলা রোমান্টিক প্রেমের ছন্দ

Bangla romantic premer chondo ajke apnader sathe share korbo asha kori apnader pochondo hobe. 

বাংলা রোমান্টিক প্রেমের ছন্দ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আশা করি সবার ভালো লাগবে।
Add caption

যদি ভুল করে ভুলে যাওয়া যেতো, তবে তোমায়
ভুলে যেতাম যদি অভিমান করে দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে যেতাম যদি ইচ্ছের জোরে
ঘৃণা করা যেতো তোমায়, তবে তোমায় ঘৃণা করতাম যদি
কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো, তবে
দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম যদি আর একটি বার
তোমায় কাছে পেতাম, তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা
টুকু তোমাকেই দিতাম

অল্প অল্প মেঘ থেকে, হালকা হালকা বৃষ্টি হয়।
ছোট্ট ছোট্ট গল্প থেকে, ভালোবাসা সৃষ্টি হয়।
মাঝে মাঝে স্বরন করলে, সম্প্রকটা মিষ্টি হয়।


মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে, বলনা
কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে
শয়নে স্বপনে॥ যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু- তোমাকে

সারাক্ষন ভাল থেকো, ভালবাসা মনে রেখ দিনের
বেলা হাসি মুখে, রাতের বেলা অনেক সুখে॥ নানা রঙের
স্বপ্ন দেখ, স্বপ্নের মাঝে আমায় রেখ॥

সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা
খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হাত
বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায়
ভালবেসে আপন করে ?

দুর নিলিমায় রয়েছি তুমার পাসে।খুজে দেখ আমায়
পাবে হ্রিদয়ের কাছে। শুনাব না কোন গল্প,গাইব শুধু গান।
যে গানে খুজে পাবে ভালবাসার টান।


ফুল লাল পাতা সবুজ, মন কেন এতো অবুজ কথা
কম কাজ বেশি, মন চায় তোমার কাছে আশি মেঘ চায়
বৃষ্টি, চাঁদ চায় নিশি, মন বলে আমি তোমায় অনেক
ভালোবাসি...

নারী তুমি করিওনা রুপের বড়াই, সবাইতো জানে
তোমার প্রিয় বনধু রান্না ঘরের কড়াই। যতই দেখাও তুমি
রুপের ঝর্ণা,করতে হবে তোমাকে দরকারি রান্না..


আরো পড়ুন: হাসির ছন্দ

পৃথিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা
তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও

সত্যিকারে ভালবাসা যায় সে অতি অপমান’’ আঘাত
করলে.. হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না..!!

বৃস্টি ভেজা মিস্টি দিনে বন্ধু তোমায় মনে পড়ে,
একাকী এই নির্জনে ভাবি তোমায় আনমনে। আসনা কেন
তুমি, ভাসনা ভাল আমায়? কি করে বলব তোমায়, এই মন যে
শুধু তোমাকে চাই........

যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায় সে
তোমার থেকে ভালো আরেক জনকে পেলে
তোমাকে ভুলে যাবে। কারন সে কাউকে ভালবাসে না
সে শুধু নিজের স্বার্থ খোজে...!!!


কোন এক তীর হারা নদীর ধারে। চাঁদ,তারা বসে
জুটিয়ে প্রেম করে। তা দেখে রাত হিংসা করে। অন্ধকার
লুকিয়ে রেখে আলোয় দেয় ভরে। সে আলোয়
চাঁদ,তারা কে হারিয়ে ফেলে। তখন চাঁদ, তারা কে খুঁজতে
শুরু করে। এদিকে নদীর এক কোণে বসে তাঁরা
কাঁদিয়া,কাঁদিয়া মরে

কেনো হঠাৎ তুমি এলে? কেনো নয় তবে
পুরোটা জুড়ে? আজ পেয়েও হারানো যায়না মানা, বাঁচার
মানেটা রয়ে যাবে দূরে।

চায়নি হতে তোমার জীবনে কাটা তারের বেড়া
জর না করে প্রজাপতির মতন আলত করে ধরে রাখতে
চেয়েছিলাম আজ দেখছি আমি তোমার পথে বাধা হয়ে
গেছি এবং সেটা সরানোর দায়ভার টাও আমিই নিলাম।

কখনো যদি মনে করো একা হয়ে গেছ তুমি,,
কাছের মানুষটাও দিয়েছে দুঃখ তোমায়,, তবে চলে
এসো আগের ঠিকানায় ।। আমি থাকব দাঁড়িয়ে... স্বাগত
জানাতে তোমায় ।। ভুল করেও পুরোনো কথা আমি
তুলবো না আর ।। কি ছিল অপরাধ,, কি ছিল ভুল আমার,, আবার
নতুন করে সাজাবো জীবন দুজনায় ।। ভাঙা মন লাগাবো
জোড়া আমি ।। ভালোবাসায়

নীল আকাশ যত দুরে হোক কখন দৃষ্টির আড়াল
হয়না.... হৃদয় যত কাছে হোক তাকে ছোয়া যায়না....
ভালোবাসার মানুষটি যতই খারাপ হোক তাকে ভুলা যায়না.... তাই
আমি তোমাকে কোন দিন ভুলতে পারব না

তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ
নাই। ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই।
জানাতে চাই- তোমায় আমি হৃদয়ে রয়েছ তুমি। তোমায়
নিয়ে সারাক্ষণ, স্বপ্নের জাল বুনে যাই। ভালবাসি শুধু
তোমায় আমি, জনম জনম ভালবাসতে চাই। জানতে চাই- আমি
তোমার কাছে তোমার কী প্রিয় হৃদয় আছে? পারো না
কেন?

আমার ডানা নেই, তাই উরতে ইচ্ছা করে.পাখির হাত
নেই তার লিখতে ইচ্ছা করে.তোমার মন নেই তাই
আমাকে অবহেলা করতে ইচ্ছা করে .আজ আমি তোমার
কাছে অবহেলার মাত্রতোমাকে বেশি ভালবাসি বলে
,
যেদিন তুমি কাউকে ভাল বেশে তার কাছ থেকে কষ্ট
পাবে.সেদিন বুঝবে অবহেলার যত্ননা কতটা কষ্ট কর

পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিস গুলিরজন্যে
কিন্তু টাকা লাগে না ।বিনা মুল্যে পাওয়া যায় যেমন
জোছনা,বর্ষার দিনের বৃষ্টি,মানুষের ভালবাসা|

টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। মন
না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! প্রান শুধু তোমায়
ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো
দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি
দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...

ভালবাসা কি? তপ্ত মরুর বালুর শিখা, ভালবাসা কি? নদীর
স্রোতে ভাসমান কোনো ণৌকা, ভালবাসা কি? ভেসে আসা
কোনো সুখের ভেলা, ভালবাসা কি? দুখের মাঝে হাসি
মিশ্রিত কান্না, ভালবাসা কি? কোনো এক অজানা ঠিকানা? ভালবাসা
কি? ভালবাসা কাকে বলে?


নিজেকে খোজ ।নিজেকে জানো ।নিজেকে
ভালবাস তবেই তুমি অন্যকে ভালবাসতে পারবে।

আকাশের তারা,বাগানের ফুল.বাড়ির কাছে,প্রেম করা
ভূল.

যে সত্যিকারের ভালবাসতে জানে... সে তার প্রিয়
মানুষটিরকান্নাকে আপন করে নিতে পারে। যে
সত্যিকারের ভালবাসতে জানেসে হাজারও
কষ্টেরমাঝে সেই মানুষটিকে সুখী রাখতে পারে। যে
সত্যিকারের ভালবাসতে জানেসে কখনো তার
ভালবাসারমানুষ টিকে ছেড়ে যেতে পারেনা! আর যে
মানুষটি ছেড়ে চলে যায়সে কখনো ভালবাসার যোগ্য
মানুষ ছিলো না।

ভুলতে পারিনা তারে,, ভালবাসি আমি যারে.. মনে
পড়ে তারে,, শুধু বারেবারে.. জানিনা সে কত দূরে,, তবুও
আছে মন জুরে.. এখনো যে ভাবি তারে,, সে কি
আজো ভালবাসে আমারে.

জানি তুমি আমাকে ভুলে যাবে,কারন তুমি কখনো
আমাকে ভালোবাসোনি কিন্তু,আমি তোমাকে কি করে
ভুলে যাবো,আমি যে তোমাকে আমার চেয়ে বেশি
ভালোবেসেছি

আমি আমার জিবন এর থেকেও তোমাকে বেশি
ভালোবাসতে চাই, তুমি কি সেই অধিকার আমাকে দিবে??

এক ফোটা জলেও বন্যা হতে পারে , যদি পিপরের
ঘড়ে পরে ।সাধারন বাতাসেও ঋরহতে পারে , যদি চড়ই
পাখির ঘড়ে লাগে শিতেও রোদ পাপ হতে পারে , যদি
ইলিশ এরগায়ে লাগে এক ফোটা লেবুর রোশও বিশ
হতে পারে , যদি দুধেরমাঝে পরে একটু কালো দাগ
হতে পারে,যদি সাদার মাঝে লাগে জীবনের
ছোট্টভুল গুলো থেকে দুরে থাকুন তাহলে অন্ধকার
হবেনা জীবন

তো সাগর নই সব জল চোখে ভরে
রাখবো,আমি তো আকাশ নই চাঁদ হয়ে সূর্যকে
ঢাকবো,আমি হলাম তোমার বন্ধু আজীবন তোমায়
ভালোবাসবো

আমায় যদি বাসো ভালো,, চাঁদের মতো দেব
আলো,, যদি আমায় ভাবো আপন,, হব তোমার মনের
মতন,, নদী যেমন দেয় মোহনা,, তোমার আমি
তোমার উপমা,,

আমি হাসতে জানি, কাঁদতে জানি তোকে বুকের
মাঝে বাঁধতে জানি, চলতে পারি ,বলতে পারি তোর ভালবাসায়
ভুলতে পারি। পাশে তুই থাকতে পারিস দূরে দূরে রাখতে
পারিস, তাই বলে কি ভালবাসা তিলে তিলে গলতে দেখিস ?
ছুঁয়ে ছুঁয়ে কাছে আসা দুইয়ে দুইয়ে ভালবাসা, এভাবে
আর ওভাবে হোক তোকে ঘিরেই স্বপ্ন আশা
ছেলে, মেয়ে গুলো ভালবেসে বড় স্বার্থপর হয়ে
যায়। নিজেরজিনিসের এক ফোঁটাওকাউকে দিতে চায় না।

জানি তুমি আমাকে ভুলে যাবে,কারন তুমি কখনো
আমাকে ভালোবাসোনি কিন্তু,আমি তোমাকে কি করে
ভুলে যাবো,আমি যে তোমাকে আমার চেয়ে বেশি
ভালোবেসেছি

আমি নিরবে কাদবো আমি বুঝতে তোমায় দিবনা ,
হারিয়ে যাব অনেক দূরে ,তবু তোমায় খোজবোনা ||
আগুনে পুরব আমি দেখতে তুমি পারবেনা, গোপনে
মরব আমি জানতে তুমি পারবেনা ||একাকী থাকবো তবু
তোমায় কভু চাইব না ,হৃদয় খুজবে তুমি তবুও হৃদয় পাবে না ||
কারন তুমি যে হৃদয়হীনা |

ভাবনার জগতে তুমি থাকো, বাস্তবতার জীবনে
কেন নয়? দুঃখের জগতে তুমি থাকো, সুখের জগতে
কেন নয়? সাগরের বুকে তুমি থাকো, এই বুকেতে
কেন নয় ??

আমিতো চেয়েছিলাম তোমাকে আমার
আকাশের চাদ বানিয়ে রাখতে,কিন্তু তুমি আমাকে উপহার
দিয়াছো আকাশ ভরা মেঘ,যে মেঘের কান্না প্রতিদিন
আমার চোখ দিয়ে ঝরে...

প্রেম হচ্ছে গারির মতো।অভিমান হলো
যানঝট,কয়েকদিন কথা না বলা সেটা হরতাল।ব্রেকাঅপ মানে
চাঁকা পানচার অথবা একসিডেন্ট

একটু দুঃখ দেব পারবে কি সৈতে একটু দুষ্টুমি
করবো পারবে কি সহ্য করতে সারাজীবনের জন্য
ভালোবাসা চাইবো পারবে কি দিতে

আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা
নিবো বলে। দাও তুমি কতো ভালবাসা দেবে আমায়।
বিনিময়ে একটা হৃদয় তোমায় দিবো যা কখনো ফিরিয়ে
নিবার নয়।

জোস্না রাতে একা বসে তুমার কথা ভাবি,
হ্রিদয়ের আঙ্গিনাতে তুমার ছবি আকি, বিরহেতে ভালবাসা,
ওসান্তিতে মন, তাই দিবানিসি তুমাকে ভাবি সারাকণ..

No comments:

Post a Comment