বংলা প্রেমের ছন্দ কালেকশন ২০২০ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো।
আশা করি আপনাদের পছন্দ হবে ধন্যবাদ।
ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে
ভালোবাসাকে বেঁধে যে রাখে।
আমি তাকেই ভালবাসি যে, আমাকে বিশ্বাস করে।আমি
তাকেই বিশ্বাস করি যে আমাকে বুঝে।
আরো পড়ুন: নারী দিবস নিয়ে উক্তি
কেউ যদি অভিমানে তোমার সাথে কথা না বলে,,
বুঝে নিবে সে তোমায় আড়ালে মিস করে.. আর কেউ
যদি না দেখে কাঁদে,, বুঝে নিবে সে তোমায় ভীষণ
ভালবাসে..!!
bangla premer chondo
আজকে তুমি রাগ করছো, দু:খ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে? বিধির বিধান
এই রকমি, একদিন তো যাবো মরে । বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে ...... !
কবিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই জলের
ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা তুমি মুখে
বলি তাই,, শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
ভালবাসা মানে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের
অভ্যন্তরীণ একটা অনুভুতি, যা কেবল - শুধু মাত্র ভালবাসার
মানুষের সামনে ভাষায় অথবা আচরণে প্রকাশ হয় ।
যদি তুমি মনে করো সুখে নেই, সুখে নেই,
সুখে নেই. তবে তুমি ফিরে আসো এখনো আগের
মতো ভালবাসি তোমাকেই..!!
তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে
হয়,, তাহলে আমি ভুলে যেতে রাজি.. ভুলতে হয়তো
কোনদিন ও পারবো না,, তবে ভুলে থাকার অভিনয় করতে
পারবো..!!
ছিরে ফেলেছি আমি ডাইরির পাতা...সেথা লেখা ছিল
হাজার স্বপ্নের কথা..ছিরতে পারিনি আমার মনের
পাতা..যেখানে জমে আছে আছে জীবনের অনেক
ব্যাথা
ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,, শিশির ভেজা
ফুলের মত পবিত্র.. কিন্তু সময়ের কাছে পরাজিত,,
বাস্তবতার কাছে অবহেলিত..!!
যার রাগ বেশি সে নিরবে অনেক ভালোবাসতে
জানে, যে নিরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার
গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার
কষ্টও অনেক বেশি।
গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি বলব বলব
বলেও কোন দিন বলতে পারিনি মনে শুধু প্রশ্ন জাগে
তুমি ও কি আমাই ভাসভাল? মনে আবার ভয়ই জাগে কি জানি কি
ভাবে চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা মনের কথা
সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা এই নাবলা কথাটি শুধু কষ্ট
দিসছে আমাই আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তমা
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে
যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি
কল্পনার সাগরে ভেসে চলে জাব, জাব তোমার হৃদয়
সৈকতে, তুমি দিবেনা ধরা?
থিবীটা তোমারি থাক, পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক, পারলে একটু তারা দিও। মেঘটা
তোমারি থাক, শুধু একটু ভিজতে দিও। মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও
এক পৃথিবীতে চেয়েছি তোমাকে, এক সাগর
ভালবাসা রয়েছে এ বুকে , যদি কাছে আসতে দাও, যদি
ভালবাসতে দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব
তোমাকে
রাজার আছে অনেক ধন. আমার আছে একটি মন.
পাখির আছে ছোট্র বাসা. আমার মনে একটি আশা. তোমায়
ভালোবাসা.
কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে
দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন
প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে
নিজেরে আজ হারায়েছি
হাসাতে সবাই পারে, তেমনি কাঁদাতেও পারে সবাই,
কাঁদিয়ে যে মানাতে পারে, সেই হচ্ছে সত্যি কারের
বন্ধু!! আর, কাঁদিয়ে যে নিজেও কেঁদে ফেলে, সে
হচ্ছে সত্যি কারের ভালোবাসা
আমি জানি তুমি আসবে, পূর্ণিমার চাঁদ হয়ে আমায় ছুঁয়ে
দিতে অথবা ভোরের কুয়াশা হয়ে আমায় সিক্ত করতে..
আমি জানি তুমি আসবে, বিকেলের রংধনু দিয়ে আমায় রঙিন
সাজাতে অথবা শীতের চাঁদর হয়ে আমায় উষ্ণতা দিতে..
আমি জানি তুমি আসবে, শরতের কাশফুল হয়ে মনটা আমার
দোলাতে অথবা বৃষ্টির টুপটাপ শব্দে আমায় উদাসী
করতে
কাজল কালো আখির মাঝে ভালবাসার স্বপ্ন সাজে
দূর দেশের কাজল আখি ছুঁয়ে গেলে মন প্রজাপতি রংগিন
প্রজাপতি আজ খুঁজে ফেরে সেই আখি যাহার মাঝে
নিজেরে আজ হারায়েছি
দিব তোমায় লাল গোলাপ।। সপ্নে গিয়ে করবো
আলাপ।। বলবো খুলে আমার কথা।। আছে যত মনের
কথা।। বলবো তোমায় ভালোবাসি।। থাকবো দুজন পাশাপাশি।
মন নেই ভালো, জানিনা কি হলো, পাসে নেই তুমি,
কি করি আমি, পাখী যদি হতাম আমি এই জীবনে, তোমায়
নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে, তুমি কি যাবে আমর
সাথে ¡
যখন কেউ কারো জন্যকাদে ...সেটা হল আবেগ.
…যখন কেউ কাউকে কাদায়,সেটা হল প্রতারনা…আর যখন
কেউ কাউকে কাদিয়ে নিজেও কেদে ফেলে ... ...!!
সেটা হল প্রকৃত ভালোবাসা !!
শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,শুধু ভালো লাগার
জন্য ভালবাসা নয়..নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার
মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।
পৃথিবীতে চেয়েছি তোমাকে,এক সাগর ভালবাসা
রয়েছে এ বুকে ,যদি কাছে আসতে দাও,যদি ভালবাসতে
দাও, এক জনম নয় লক্ষ জনম ভালবাসব তোমাকে
তুমি যদি বাসো ভালো,,চাঁদের মতো দেব
আলো,,যদি আমায় ভাবো আপন,,হব তোমার মনের
মতন,,নদী যেমন দেয় মোহনা,,তোমার ই আমি
তোমার উপমা,,
হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে
যেখানে রয়েছে তোমার ভালোবাসার সূখের নীড়।
আর সেই নীড়ে কাটিয়ে দিতে চাই শত জনম। আমি
কল্পনার সাগরে ভেসে চলে যাবো, যাবো তোমার
হৃদয় সৈকতে,তুমি দিবেনা ধরা?
অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি.সমস্ত
কল্পনা জুড়ে তোমার বসবাস,অজস্র কাব্য শুধু তোমায়
নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা
থাকা।
দেখো চাঁদের দিকে,, কত যে কষ্ট তার বুকে..
কখনো কালো মেঘ ঢেকে যায়,, কখনো সে
জোত্সনা হারায়.. তবুও জোত্সনা ছড়িয়ে সে হাসে,, কারন
সে আকাশ কে ভালবাসে..!!
পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি
তোমায়..... আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায় ।
বড় বেশী ভালবাসি তোমায় ।
একটা মেয়ে একটি ছেলেকে যত বেশী
ভালোবাসে, তার চোখের দিকে তাকাতে সে তত
বেশী লজ্জা বোধ করে। আর একটা ছেলে একটা
মেয়েকে যত বেশী ভালোবাসে, তার বেশী সে
তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে
মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,, ভালবেসে যেতাম
শুধু হাতে রেখে হাত. সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,,
হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!
হৃদযের সীমানায় রেখেছি যারে, হয়নি বলা
আজো ভালবাসি তারে। ভালবাসি বলতে গিয়ে ফিরে ফিরে
আশি। কি করে বুঝাবো তারে আমি কতটা ভালোবাসি?
আমি চাইনা তুমি আমাকে বার বার বলো আমি
তোমাকে ভালোবাসি. কিনতু আমি চাচছি তুমি আমার জন্য
একটু অপেখা করো, আমি বলছিনা তুমি আমাকে অনেক
ভালোবাসবে কিনতু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ
দিও তোমাকে মন উজার করে ভালোবাসতে.
আমি তোমাকে চাই কল্পনাতে নয় বাস্তবে""আমি
তোমাকে চাই ছলনাতে নয় ভালোবাসায়" "আমি
তোমাকে চাই তোমার মত করে নয় আমার মত করে"
"আমি তোমাকে চাই খনিকের জন্য নয় চিরদিনের জন্য"
জোনাকির আলো জেলে ইচ্ছের ডানা মেলে.
মন চায় হারিয়ে যাই. কোনো এক দুর অজানায়. যেখানে
আকাশ মিশে হবে একাকার. আর তুমি ”রাজকুমারী“ হবে শুধু
আমার.
যতই দূরে হারিয়ে যাও , আমি তোমাকে খুঁজে
বের করবোই । যতই পর ভাবো আমায় , আমি তোমাকে
আপন করে নেবো । যতই ঘৃনা কর আমায় , আমি চিরদিন
এভাবে তোমায় ভালবেসে যাবো । যতই পাষাণ হোক
তোমার মন , ওই মনে আমার জন্যে ভালবাসার ফুল
ফুটাবোই।
সুন্দর সে তো স্বপ্ন চাইনা মলিন হবে। জীবন
সে তো গল্প লিখনা নষ্ট হবে। মন সে তো মন্দির
ভেঙ্গোনা পাপ হবে। ভালবাসা সে তো সত্য ভুল বুঝনা
হারিয়ে যাবে।
টিপ টিপ বৃষ্টি পড়ে, তোমার কথা মনে পড়ে। এ মন
না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে! এ প্রান শুধু তোমায়
ডাকে, আমায় ভালবাসবে বলে! ফুল হাতে থাকবো
দাঁড়িয়ে, বলবো আমি তোমায় পেয়ে। সাত সমুদ্র পাড়ি
দিয়ে পেয়েছি তোমায় খুঁজে...
ভালবাসা বুকের ভিতর হয়েছে নিঃশ্বাস, তোমার
প্রেমে বেঁচে আছি এই তো বিশ্বাস, জান, আমার জান,
তুমি আমার প্রাণের মাঝে প্রাণ | জান, আমার জান, তুমি আমার
প্রাণের মাঝে প্রাণ |
মহান কোন উপহার পাওয়া য়ায় না কোন দোকানে,
পাওয়া য়ায় না কোন গাছের নিচে, সেটা পাওয়া শুধু পাওয়া য়ায়
সত্যকারী ভালবাসার মানুষের মনে
এই জীবনে সব পেয়েছি, পাইনি কারো মন জানিনা
যে এই জীবনে, কে হবে আপন মনের মত চাই
তারে, চাই তার মন হবে কি তুমি, আমার কাছের একজন॥
স্বপ্ন দিয়ে আঁকি আমি, সুখের সীমানা । হৃদয় দিয়ে
খুজি আমি, মনের ঠিকানা । ছায়ার মত থাকবো আমি, শুধু তার
পাশে, যদি বলে সে আমায় সত্যি ভালবাসে॥
তোমারি চোখেরি আঙ্গিনায় ,এখনো কি তেমনি
করে জোছনা ছড়াই আলো? এখনো কি তারার ফানে
ছেয়ে থাকো আন মনে? তুমি কি আমায় আগের মত বাস
ভাল??
সুন্দর রাত তার চেয়ে সুন্দর তুমি, মনের দরজা
খুলে দেখ তোমার অতেক্ষায় দাড়িয়ে আছি আমি। দু'হাত
বাড়ালাম আমি তোমার তরে, তুমি কী নিবে আমায়
ভালবেসে আপন করে ?
তোমার জন্য হয়ত আমি পৃথিবীর সব সুখে এনে
দিতে পারব না, কিন্তু এইটা পারব যে তোমায় সারা জীবন
ভালোবাসতে, যা তুমি সারা পৃথিবী খোঁজে ও পাবে না,
ফেলে আসা ছেলেবেলা,, মনে পড়ে আজ,,
যত্ন নিতে তুমি আমার ফেলে তোমার কাজ। তুমি কত
ভালবাস,, কষ্ট দাও না,, তোমাকে এখনও ভালবাসি ও আমার
""মা""
জীবনে ভালোবাসা আসার পূর্বে হাজার বছর একা
থাকা যায়। কিন্তু ভালোবাসার পর এক মুহুর্ত একা থাকা যায় না আর
ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য কাছে না থাকলে মন
টা কেমন বেকুল হয়ে থাকে তাকে কাছে পাওয়ার জন্য
হইতোবা এটাই বাস্তবতা....
পৃথিবিতে সব চেয়ে অসহায় সে যে, নিজের
রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা..... একটু চিৎকার
করে কাঁদতে পারেনা শুধু মৃদু হাসির আড়ালে চোখের
জল লুকিয়ে রাখে... !!
ভালবাসার মানুষকে অবিশ্বাস করার মত যন্ত্রণা
জীবনে নেই !! সব যন্ত্রনা দিনে দিনে হয়তো কমে
যায়, আমরা ভুলে যাই জীবন স্রোতের সাথে, কিন্তু এই
যন্ত্রণা কখনো কমেনা ! কখনো ভোলা যায় না ! বরং দিন
দিন বাড়তে থাকে আর হৃদয়টা ক্ষত-বিক্ষত করে দেয়...
বাবু তোমাকে ভালোবাসি, যতদূর আমার পক্ষ
থেকে যায়। তোমার বন্ধ চোখ গুলো খুলতে চাচ্ছে
দেখতে কি আমায়?
আমার চাওয়া গুলো ছিলো অনেক ছোট,চাইলেই
পারতে দিতে..তোমার ঐ মিষ্টি কথায় ,জীবনটা ও পারতে
নিতে!!অনেক বেশী বাসতাম ভালো,সব কথাই করতাম
বিশ্বাস ..বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস..!!
যখনই চাই তোমাকে ভুলে যেতে, তখনই
তোমার স্তৃতি গুলো চোখের সামনে ভেসে
ওঠে...। কেন জানো...??? কারন আমি তোমাকে সত্যিই
ভালোবাসি..!!ভালোবাসি..!!!
তোমাকে ভালোবাসার আগে যদি জানতাম,, ভালবাসায়
এত কষ্ট তবে হয়তো তোমাকে ভালোবাসতাম না....
তোমরা তোমার গার্লফ্রেন্ড কে মনের কথা
শেয়ার কর আনলিমিটেড - ১.বাংলা = আমি তোমাকে ভালবাসি
২.ইংরেজি = আই লাভ ইউ ৩.ইতালিয়ান = তি আমো ৪.রাশিয়ান =
ইয়া তেবয়া লিউব্লিউ ৫.কোরিয়ান = তাঙশি নুল সারাঙ হা ইয়ো
৬.কানাডা = নান্নু নিনান্নু প্রীতিসুথিন ৭.জার্মান = ইস লিবে দিস
৮.রাখাইন = অ্যাঁই সাঁইত
ভালবাসা মানে আবেগের পাগলামি,, ভালোবাসা মানে
কিছুটা দুষ্টামি । ভালোবাসা মানে শুধু কল্পনাতে ডুবে থাকা,,
ভালোবাসা মানে অন্যের মাঝে নিজের ছায়া দেখা
বন্ধু আমি চাইনা তোমায় অসীম সুখের ভাগ,, কিন্তু
যখন থাকবে দুঃখে দিও আমার ডাক,, তোমার মুখে কান্না নয়
দেখতে চাই হাসি?? মনে রেখো বন্ধু তোমায় অনেক
ভালোবাসি!!!!
এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,, সেই
জলের ফোটা সুধু তোমার কথা বলে.. মনের কথা বুঝনা
তুমি মুখে বলি তাই,, শত আঘাতের পরেও তোমায়
ভালবেসে যাই..!!
আরো পড়ুন: জনপ্রিয়তা নিয়ে উক্তি
একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল...
আমি তোমাকে আমার জিবনের চেয়ে বেশি
ভালোবাসি তোমাকে। কিন্তু তোমি কি আমাকে
ভালোবাসো না?? ভালো যদি না বাসো, তাহলে আমাকে
বলছো না কেনো। তোমি আমাকে ভালো না বাসলে
আমি আর তোমার অপেক্ষায় তাকবো না
No comments:
Post a Comment