Wednesday, September 04, 2024

প্রিয় মানুষটিকে হাসানের জন্য কিছু হাসির ছন্দ

প্রিয় মানুষটিকে হাসানের জন্য কিছু হাসির ছন্দ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আমার এই ছন্দ গুলো শেয়ার করবো আশাকরি সবাই উপভোগ করবেন।

hasir chondo

একজন প্রকৃত প্রেমিক শত শতমেয়েকে
ভালবাসে না..বরং সে একটি মেয়েকেই শত উপায়ে
ভালোবেসে থাকে..!!

তাকে দেখে ঘুচে যেত দুর্ভাবনা মোর,
জীবন আমার মনে হতো সুখী দীপ্ত ভোর তার
মিলনে পেতাম প্রীতি তার কুটিরে আশা, তার জীবনে
পেতাম জীবন মিটত প্রাণের তৃষা

আরও পড়ুন: প্রেমের ছন্দ

একটা আঁকাশে অনেক তাঁরা একটা জীবনে দূঃখ
ভরা অনেক রকম প্রেমের ভুল ভুলের জন্য জীবন
দিবো তবুও আমি তোমারই রবো

কি আছে তোর মাঝে বুঝি না.......শুধু অনন্ত কাল
তোর দিকে তাকিয়েথাকতে ইচ্ছে করে.......ইচ্ছে
করে সারা জীবন তোকেদেখি.......কি অদ্ভুত ভালবাসা
........
কি অদ্ভুত সম্পর্ক .......সব কিছু ভুলে যাই যখন তোর
মায়াভরা মুখেরদিকে তাকাই .......আমি আমার নিজেকে
হারিয়েফেলি তোর মাঝে........সত্যি রে..!

চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাস আমিও ঠিক তেমনি
করে একজনকে ভালোবাসি তোমার ভালোবাসা যেমন
কেউ বুঝে না ঠিক তেমনই করে পপি আমার ভালোবাসা
বুঝে না

আমি সেই সুতো হবো , যে তোমায়
আলোকিত করে নিজে জ্বলে যাবো . . . আমি সেই
নৌকো হবো , যে তোমায় পার করে নিজেই ডুবে
যাবো . . . হবো সেই চোখ যে তোমায় দেখেই
বুজে যাবো, হবো সেই সুর যে তোমায় মাতিয়ে করুণ
হবো, হবো সেই চাঁদ যে হয়ে গেলে আধ ,
তোমাকে আলো দেবে দিন ফিরে এলেই আবার
ফুরিয়ে যাবো , শুধু ভালোবেসো আমায় !!

ভালবাসা এবং মৃত্যু এই দুইটা দাওয়াত বিহীন অতিথি।
একজন এসে নিয়ে যায় মন আর অন্য জন এসে নিয়ে যায়
জীবন।
(
২৩৮) তোমার জন্য মিষ্টি হাসি তোমার জন্য সুর। . তোমার
জন্য উদাস হাওয়া মেঘের সমুদ্দুর। . তোমার জন্য
বাড়ানো হাত তোমার জন্য সব। . তোমার জন্য মনে
আমার মাতাল অনুভব। . তোমার জন্য অনন্ত সুখ তোমার
জন্যে গান। তোমার জন্য ঠোঁট বাকানো চাপা অভিমান। .
তোমার জন্য সব রেখেছি কারো জন্যে নয়। . শুধু
তোমার অপেক্ষাতে ভয় করেছি জয়। .

 ~শোনো হে বিধাতা" বলি তোমার কাছে~ ~এই
জগতে দেওয়ার মতো সবই যে তোমার আছে~
~
তোমার কাছে সবার জন্য একটি জিনিস চাই~ ~যে যাকে
ভালোবাসে তাকে যেনো পায়~

 ~কষ্ট সবার মাঝে থাকে~ কিন্তু সবাই কি শইতে
পারে~ ~কেউ শয় নিরবে~ কেউ বুকে ঝুমা রেখে"
হাসির সুরে~ ~কেউ শইতে না পেরে" হারিয়ে যায়
চিরোতরে~

 যাকে সত্যিকার ভালোবাসা যায়।সে অতি অপমান আঘাত
করলে হাজার ব্যাথা দিলেও তাকে ভোলা যায় না--কাজী
নজরুল ইসলাম।

পৃথিবীর সব সুখ তখনি নিজের মনে হয়, যখন
ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে.. আর তখনি
নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার
মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে...

কষ্ট দাও তবে এতো বেশি দিয়ো না যা সইবার
ক্ষমতা আমার নাই॥ দুঃখ দাও তবে এতো বেশি দিয়ো না যা
বইবার ক্ষমতা আমার নাই॥ আমায় এতো বেশি কাঁদাইয়ো না,
যে কাঁন্নার জল একদিন তোমায় ভাসিয়ে দিবে॥

হাজার ভুলে ভরা মানুষের জীবন~ ~তার মাঝেও
মানুষ ঘরতে চায় ভালোবাসার বন্ধন~ ~ বুকে নিয়ে
অফুরন্ত আশা~ ~খুজে বেরায় দুঃখের মাঝে একটু
ভালোবাসা~


মন দিতে না পারলে মন ভেঙো না| সুখ দিতে না
পারলে কষ্ট দিওনা| ভালবাসতে না পারলে অভিনয় করিও না|
অভিনয় করে কারো জীবন নষ্ট করো না|

পিচ্ছি পিচ্ছি মেয়েরা নাহি বোঝে কিছু~ ~দিন রাত
থাকে শুধু ছেলে দের পিছু~ ~অসময় প্রেম করে খায়
যখন ছেকা~ ~তখন নাকি সব দোস ছেলে দের একা

এক টু কানে শুনো। এক টু আমায় জানো? এক টু
সময় দিয়। এক টু খবর নিয়ো? এক টু যখন একা। এক টু দিয়ো
দেখা? এক টু নিয়ো খোঁজ। এক টু ভেবো রোজ?
এক টু আমায় ডেকো। ভীষন ভালো থেকো???

ভালো তাকেই বাসা যায়, যে বুঝে ভালবাসা কি? বিশ্বাস
তাকেই করা যায়, যে জানে বিশ্বাস কি? ভালবাসা আর বিশ্বাস
এক কথা নয়..

এখনো জীবনে এমন কাউকে পেলাম না, যে
আমাকে আমার মত বুঝবে। আমাকে আমার মত করে
ভালবাসবে। আমাকে কষ্ট দেওয়ার আগে, তার চোঁখে
জল আসবে। একটু চোঁখের আড়াল হলে, পাগলের মত
খুজবে আমাকে.....!!

ভালোবাসা একটি রাবার ব্যান্ডের মত, যার দুপাশ দুজন
ধরে থাকে যদি কেউ একজন একপাশ ছেড়ে দেয়,
তবে অপরজন আঘাত পায় যাকে আপনি কখনো
ভালোবেসেছেন তাকে আঘাত দেয়া আর নিজের
সাথে প্রতারনা করা সমান।

ভালোবাসার মুল বস্তু হলো বিশ্বাস, একবার বিশ্বাস
ভেঙ্গে গেলে সেই বিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন।

তুমি হাসতে পারলে, আমিও হাসতে পারবো...... তুমি
কাঁদতে পারলে, আমিও কাঁদতে পারবো...... তুমি
ভালোবাসতে পারলে,... আমিও ভালোবাসতে পারবো...
শুধু তোমার মতো করে একটা কাজ আমি করতে
পারবোনা তা হল তোমাকে ভুলে যেতে...

কাঁদবে কি তখন ? চির নিদ্রায় ঘুমাবো যখন.. মনে
রাখবে কি তখন ? না ফেরার দেশে চলে যাবো যখন..
ডাকবে কি তখন ?? তোমার ডাকে সাড়া দিবনা যখন..

ভালোবেসে চিরদিনের জন্য যদি কারো হাত
ধরতে না পারো, তবে ক্ষণিকের জন্য কারো হাত ধরে
ভালোবাসার অভিনয় না করাটাই ভালো।

সবাই সুখের আশায়, সুখি হওয়ার জন্য ভালবাসে।
তবে এটা মনে রাখতে হবে যে ভালবাসায় সুখের
চেয়ে দুঃখটাই বেশী। বিরহ আগুনে পুড়ে পুড়ে সুখী
হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।

ভালবাসা এমন এক অদ্ভুদ অদৃশ্য অনুভুতি, যা মানুষকে
কখনো নিয়ে যায় সুখের সর্বোচচ শিখরে। আবার
কখনো ভাসাই চোখের নোনা জলে।

কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে,
তবে তার মুখ থেকে ভালবাসার কথা শুনার আগেই তুমি
বুঝতে পারবে। কারণ, তার ব্যবহারেই তা বুঝা যাবে।

তুমি যাকে ভালবাসা সে তোমাকে ভালো না
বাসতে পারে, এটা তোমার ব্যর্থতা নয়। কেননা, তুমি তো
নিঃস্বার্থ ভাবে ভালবেসেছো তাকে। আর এতেই
তোমার জয়।

ভালোবাসা ভালো তবে ভালবাসার নামে অতিরিক্ত
খবরদারী কিংবা যত্নের নামে চলমান জীবনে অযাচিত
হস্তক্ষেপ করে গতিপথ বদলে দেওয়া কখনো ভালো
ফলাফল বয়ে আনে না। জীবনে চলার পথে আপনাকে
অবশ্যই জানতে হবে, কতটুকু হাটার পর আপনাকে থেমে
যেতে হবে।


কোটি বছর আগে জন্মে ছিলো তোমার
জন্য ভালোবাসা, এখনো অপেক্ষায় আছি তুমি
ভালোবাসবে বলে।তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা
দিতে..!

জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার, যে হবে
শুধুই আমার। আমার সুখ দুঃখে যে রবে পাশে, এমন
মানুষকেই ভালবাসার মন খুঁজে।

তুমি কেনো বুঝনা, তোমাকে ছাড়া আমি অসহায় |
তুমি জানো না তোমাকে ছাড়া আমি একা !!

ভালবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোন
মাপকাঠি বানাতে পারে নি। যদি পারত তাহলে সেখানে প্রথম
স্থানে থাকতো "মা" নামের নিঃস্বার্থ মহিলাটি।

ছেলেটি খুব ভালোবাসত মেয়েটিকে। একদিন
তাদের খুব ঝগড়া হয়,মেয়েটি অনেক বার ক্ষমা চাইতে
আসে।। কিন্তু ছেলেটি ফিরিয়ে দেয়।। ছেলেটিও
কিন্তু মেয়েটির জন্য গোপনে কান্না করত... কিছু দিন হল
মেয়েটি আর আসে না ছেলেটির কাছে... একদিন
ছেলেটির রাগ ভাংলো...ওই দিন সে নিজে গেল
মেয়েটির সাথে দেখা করতে কিন্ত

কাকে ভালবাসবে তুমি? সবাই তো সার্থপর| ভাল কিছুর
দেখা পেলেই হয়ে যাবে পর...!!

জিবন হল বাচার জন্য।মন হল দেবার জন্য।ভালবাসা হল
সারা জিবন পাশে থাকার জন্য।বন্ধুত্ত হল জিবন কে সুন্দর
করার জন্য।

প্রথম দেখায় কখনো ভালবাসা হয় না।যা হয় তা হল ভাল
লাগা।আর সেই ভাল লাগা। নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয়
ভালবাসার।

ভালবাসার মানুষটির চোখের দিকে তাকালে পুরো
পৃথিবী দেখা যায় , সেই ভালবাসা চলে গেলে গোটা
পৃথিবী আঁধারে ঢেকে যায় !

ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রুপে কল্পনা করা
হয়, তবে বিশ্বাস তার বীজ। আর পরিচর্যা হলো আবেগ।

কারো ভয়ে কখনো নিজের ভালোবাসাকে
শেষ করে দিয়ো না। যাকে ভালোবাসো তার প্রতি
বিশ্বাস, আস্থা নিয়ে হাতে হাতে রেখ। দেখবে একদিন
সত্যি হবে তোমার ভালোবাসা।


No comments:

Post a Comment